০৯ জানুয়ারী ২০২১

ফাতেমা ইসরাত রেখা




অনুভূতির ছোঁয়া 


ঘুম আসছে না তোমার কথা ভেবে 

ঘুম নেই এই দেশ আর এই সময়ের কথা ভেবে। 

মুঠো ভর্তি দুঃস্বপ্ন দু'চোখের পাহারাদার 

রাতের আকাশে এখন আর চাঁদ হাসে না আগের মতো 

কেমন করে ঘুমাই এত মন খারাপের ভিড়ে, বলো! 

শরতের নীল আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়ায়

চারিদিকে থমথমে অন্ধকার, যাত্রা বিরতি সুসময়ের।

সভ্যতার নিলামে একটি নাটকীয় অসভ্যতার হাতছানি কেবল

এমন পীড়নে আমি যে ঘুমাতে পারি না,আমার ঘুম আসে না। 


চুপিসারে দূরে রাখা সম্পর্কের ভিত 

ক্ষয়ে যায় ধীরে ধীরে, ভেঙে পড়ে ভিতরে ভিতর।

শহরের অলি গলিতে, পদশব্দে কেঁপে ওঠে বহুতল ঘুম

হারানো শোকে কিংবা হারানোর ভয়ে আঁৎকে ওঠে রোজ 

রোদ খোঁজে একটু ওম পেতে, খোঁজে কিছুটা সবুজ। 

সবুজ রাষ্ট্র খোঁজে দীন রাজপথ, সুখ খোঁজে জীর্ণ মানবতা 

হাহাকার, চিৎকারের এত সোরগোলে ঘুম আসে না আজকাল

দু'চোখে কেবলই কেতাবী অন্ধকার, ঘুমহীন রাত। 


অকাল বিপ্লব এখন সভ্যতার সুনামে দুর্নামে

জীবন শব্দটাও খেলা করে মৃত্যুর কুট কৌশলে 

কি করে এড়াবে তুমি সংকেতে সম্ভোগের নিদারুণ চিত্রমালা! 

যদি জীবনের অধিকার এতই নির্জীব ছায়া ফেলে জলে 

যৌবন ঘুমিয়ে থাকে নিস্ফল মাইলফলক বুকে চেপে, 

তবে এই পৃথিবীর মানচিত্রে একটি বিদগ্ধ চেতনা

আর ঘুমাতে পারবে না কোনদিন শুধুই রাত্রি যাপনে। 

এই বাড়ন্ত রাতের অন্ধকারও প্রতিদিন মরে একবার যন্ত্রণায়

আমি মরি বার বার তোমার অভাববোধে।

২টি মন্তব্য:

  1. আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি সাহিত্য পত্রিকা স্বপ্নসিঁড়ির সম্পাদক সাহেবকে আমার লেখাটি প্রকাশ করার জন্য।

    উত্তরমুছুন

thank you so much