আজ আমি স্বাধীনতা দেবো
এই যবুক দাঁড়াও!আমার হাতটি ধরো,
আজ আমি তোমাকে স্বাধীনতা দেবো।
তুমি ইচ্ছে মত শৃঙ্খলিত কর আমাকে,
তোমার ভালোবাসায় আমার নারীত্ব ক্ষতবিক্ষত কর।
আমার হাতটি ধরে তোমার আকাশে উড়াও যতক্ষণ পারো,ছিন্ন ভিন্ন কর প্রজন্মের জননীকে।
এই যবুক দাঁড়াও! যত বাধা ভয় আজ অতিক্রম কর,তোমার নীন্মাঙ্গ উদ্ধত কর সতিত্ব খুনের তাজা রক্তে তুমি আজ জ্যোস্না ছিনিয়ে নাও।
তোমার পৃথিবী আলোকিত কর,পূর্ণ করো তোমার পুরুষত্ব।
এই যবুক দাঁড়াও!এবার চলো অন্ধকারের বুক চিরে সজ্জিত ঐ অন্ধকার বাসরে,ভয় নেই তোমার।
আজ মনের যত আস্ফালন জ্বালা মিটিয়ে নাও,যেন আর কোন জননী ধর্ষিত না হয়,কারণ আজ আমি তোমাকে স্বাধীনতা দেব।
যত পারো স্বাধীনতা উপভোগ কর আমার কোমল শরীর ছুঁয়ে,তারপর রাখালের পদপিষ্ট পরিত্যাক্ত ঘাসফুলের মত রক্তের নদী বেয়ে পৌছে যাবো,ঠিক সূর্য উঠার আগেই পুরুষ তোমার আলোর পৃথিবীতে।একজন ধর্ষিতা জননী হয়ে চিরায়ত এই বাংলার বুকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much