ভালোবাসি তোমায়
জীবনের প্রথম প্রেমটা তোমার সাথে হয়েছিল।
গোলাবারুদের মতো ছুড়ে দিলে জাপানের টোকিও শহরের ডাস্টবিনে।
হৃদয়ের গভীরে ক্ষত গুলো জমাট বেঁধে আছে।
ভালোবাসার স্মৃতি গুলো নিয়ে মনকে শান্তনা দিলেও,
একটিবারের দেখার জন্য অনেক খুঁজেছি এই ধরণীর তলে।
হৃদয় স্পর্শ করে তুমি চলে গেছ বহুদূরে,
বহুমাত্রিক বহু ব্যঞ্জনায় তোমাকেই খুঁজে পাই হৃদয় খুঁড়ে।
কভারেজে মতো নিকোটিনের গন্ধে তুমি মগ্ন থাকি।
ভগ্ন হৃদয়ের সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো এখনো তোমায় বড্ড ভালোবাসি।
সেই ভালবাসাটা না বলাই থাক,
তবুও ক্ষমতাশীল পাখির নীড়ের মতো শান্তি খুঁজে পায় ,
পিয়া তোমার ঐ ছোট্ট কোলে মাথা রেখে।
আজও তোমায় ভালোবাসি, ভুলতে পারিনি স্মৃতি মুখর দিন গুলো।
আজও ভালোবাসি তোমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much