০৯ জানুয়ারী ২০২১

আইরিন মণীষা



অন্ধগলির বাসিন্দা



বিচিত্রতাই ভরা মোদের জীবন নদীর ঢেউ

তারিই মাঝে দু:খের দহন দেখে নাতো কেউ,

পতিতা নামক তকমা নিয়ে অন্ধগলিতে ঠাঁই

ইচ্ছে হউক বা অনিচ্ছায় ফেরার পথ তার নাই ।


সভ্য সমাজে হয়না ঠাঁই 

যুগে যুগে দেখা

দু:খে গড়া জীবন তার বিধির খাতায় লেখা,

হাসি খেলার জীবন তার অন্ধকারে দোলে

দু:খের রাশি  জীবন পটে দু:স্বপ্নের পাল তোলে ।


ভোগ্য পণ্য পরিচয়ে ব্যবহার  কেবল হয়

সাধ আহলাদ সব খানেতে অপূর্ণতাই রয়,

নিত্য নতুন খদ্ধের নিয়ে চলে তাদের খেলা

অভিনয়ের রঙ্গমঞ্চে কাটে তাদের বেলা ।


মেকাপ গেট আপ নিয়ে সাজে তারা সঙ

ধনী গরীব সবাই আসে দেখতে তাদের ঢং,

জীবন যুদ্ধের পরাজিত এই পতিতা

ক্ষুধার রাজ্যে টিকতে তাদের ভনিতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much