০৯ জানুয়ারী ২০২১

মধুমিতা রায়




পদ্ম..….


পুজোর সময় গ্রামের বাড়িতে গেলে

মোতিবিলের পদ্ম দেখতে যেতাম।

থকথকে কাদার মধ্যে রূপকথার আলো

কি স্নিগ্ধ কি পবিত্র!


ফেরার পথে মণিদির বাড়ির সামনে

দাঁড়িয়ে পড়তাম

মণিদি বলত.... আয়,

তারপর মুঠো ভরে দিত শিউলিগন্ধ

আমি তখন বিভোর হয়ে

পদ্ম দেখতাম,শিশিরভেজা নরম পদ্ম।


যে  লোকটা ভালবাসবে বলেও

মণিদিকে ছেড়ে গেছে,

যে বন্ধু বিশ্বাসের  সুযোগে হাতিয়েছে

মণিদির শেষ সম্বল

আজ তারা কেউ ভালো নেই।


মোতিবিল দেখতে গিয়েই শিখেছিলাম

পদ্মের গায়ে কেন পাঁক লাগে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much