চিনতে পারবে?
দরজা বন্ধ বলে যেতে পারিনি
সারাদিন কূলুকুলু শব্দে,
বয়ে চলেছি আপন ছন্দে,
কেউ খোঁজ রাখেনি।
বেঁধেছি ঘর পালকের নীচে
টুপটুপ বৃষ্টির মাঝে।
দমকা হাওয়ায়, নুপুর,
ধূসর আকাশ চুপিচুপি বলে গেলো
আমি তোমার দ্বিবেনী....।
বাগানের জানালা খুলে দেখি
বুক চাপা কান্না।
মৃত্যুকে সাথে নিয়ে আজও
রাত জাগা সূর্যের হাঁটে বসে,
যদি তুমি চিনতে পারো অবশেষে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much