০১ ডিসেম্বর ২০২০

মাসুদ করিম


স্মৃতিময় দিন গুলি 


হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ার

শব্দে তাকিয়ে দেখি দরজায় তুমি দাঁড়িয়ে,

জানতে চাইলাম কে আপনি?

তুমি বল্লে আমি তোমার বন্ধু।


সেই থেকে পরিচয়, তারপর বন্ধু,

বন্ধুত্ত থেকে হয় গভিরতা, একে

অন্যের মনের কথা বিনিময়ের মাঝে

আসা হয় হৃদয়ের কাছাকাছি।


ধিরে ধিরে বাড়ে হৃদয়ের গভিরতা,

জন্ম নেয় দুটি হৃদয়ে ভালোবাসা,

তারপর ঘর বাঁধার স্বপ্ন

জাগে দুটি প্রানে।


চলছিল বেশ, হঠাৎ এলো এক

দমকা হাওয়া, হয়ে গেল

সবি এলমেল।


কোথা থেকে হঠাৎ যে কি হয়ে

গেল বুঝে উঠতে গিয়ে দেখি

তুমি অনেক দুরে, এক অচেনা

মানুষে পরিনত হলে।


কেন, কি কারনে দুরে সরে

গেলে তা আজো বুঝে

উঠতে পারিনি।


সেই থেকে চলে পথ চেয়ে থাকা,

আজো আছি সেই প্রতিক্ষায়

বুক ভরা আশায় হয়তো ফিরবে

কোন একদিন।


আজো যখন একা বসে থাকি

ভাবি তাই স্মৃতিময় সেই দিন গুলি,

বড় কষ্ট দেয় স্মৃতি গুলি,

তবুও ভাবি তোমার কথা ভাবতে

ভালো লাগে তাই।

২টি মন্তব্য:

thank you so much