০৭ নভেম্বর ২০২০

শেখ কাকলী


তোমাকেই ভালোবাসি

তুমি মরুভূমি হলে আমি হবো জল

তোমার ক্লান্তিতে হবো আমি বল,

তুমি আকাশ হলে আমি হবো নীল

যেনো অবাধ বিচরণে মুক্ত শঙ্খচিল।


তুমি শীতল হলে আমি হবো কাঁথা

তুমি দুঃখ পেলে এই হৃদয়ে ব্যাথা,

তুমি অরণ্য হলে আমি হবো সবুজ

তোমায় পেতে হবো আমি অবুঝ।


তুমি বাগান হলে আমি হবো মালি

তুমি অন্যের হলে হৃদয় হবে খালি,

তুমি ভুল হলে আমি হবো শুদ্ধ

তোমায় ভালোবেসে হবো আমি ঋদ্ধ।


তুমি কবিতা হলে আমি হবো কবি

তোমার স্মৃতিতে হবো ফ্রেমে বাঁধা ছবি,

তুমি বাস্তবতা হলে আমি অভিলাষী

তুমি অন্যের তবু তোমাকেই ভালোবাসি।


(বাংলাদেশ)

1 টি মন্তব্য:

thank you so much