ক্রোধানল
ক্রোধানলে পুড়ে ছাই মানব জীবন,
হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় ক্রোধ;
বেছে নেয় আত্মহত্যা অকালে মরণ,
ক্রোধান্ধ পাপাত্মা কাড়ে মানবিক বোধ;
নিদ্রাহীনতায় ব্যধিরা শরীরে জোটে--
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বর্বরতায়,
উন্মাদ মত্তত্তে শুধু নিজ মাথা কোটে--
নটরাজ তাণ্ডব তার অস্থিরতায়;
আয়ত্তাধীন নিজ বিবেক রোষানলে,
সংসার ছারখার ক্রোধের আগুনে,
রিপুর তাড়নাতেই সর্ব অঙ্গ জ্বলে;
বিষাক্ত বাতাস বয় রঙের ফাগুনে,
ক্ষুধামান্দ্য বদহজম ক্রোধের কারণ--!
আয়ুক্ষয়,বার্ধক্য তার উদাহরণ --!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much