রণযাত্রায়
চুপিচুপি ডাকি । কাকে ডাকি?
চেতনাই বোঝে । মরমে বসে এক পাখি।
সমস্ত আকাশ জুড়ে রামধনু লীলা
আমার নিভৃত টংকার শব্দবাদী খেলা।
অলৌকিক উষ্ণতার কাছে কেঁপে ওঠে ছোঁয়া
উচ্চারণে তাকে আর কতটুকু পাওয়া?
পুরোনো চাঁদের কাছে মেয়েলি স্বভাব
সংকুচিত হতে থাকে নতুন বিপ্লব।
গান্ধর্বীর বাতায়নে ছলছল চোখ
বার বার বলে ওঠে : ওকে ডাকা হোক!
রণযাত্রায় সমূহ কৌতূহল
আজন্ম তীর্থের কাছে ফেলে কান্নাজল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much