০৭ নভেম্বর ২০২০

সাকিল আহমেদ

 ব্যর্থ মানুষ




ঘাসে মুখ দিয়ে যত থাকো না কেন ,গরুও হবে না

গরু হতে যোগ্যতা লাগে।একটা গরু বদলে দিতে পারে তাঁবুতন্ত্রের ভবিষ্যৎ। জাতির বাছুরলিপি


যত তুমি গাছ লাগাও না কেন ফুল ও ফল হবে না

একজন বিফল মানুষ নদীর ঘাটে এসে ভাবতে থাকে ভাবতে থাকে...

বাপের কোন জমিজমা নেই যে সেটা দিয়ে জীবন গড়বে।

জমি বলতে আছে দশভূজ শরীরের রক্ত কৃমি পুঁজ।


দূরে শ্মশান।

কিছু না পোড়া চ‍্যালা কাঠ হাসছে, ব্যঙ্গ করছে...

বলছে হায় মানুষ তোর অহংকার সবটুকু পোড়ানো গেল না


ব্যাঙ্গের একটা বড়ো ব্যাঙ্ক ব্যালেন্স থাকে।

থাকে একটা ফিক্স ডিপোজিট ও ।

সে ব্যর্থ মানুষ দেখে তাই ব্যঙ্গ করে।


ব্যর্থ মানুষটি নদীর পাড়ে বসে ভালোবাসার ঢেউ গুনছে।

কিছু ঢেউ কিছু ঢেউয়ের বুকে আছড়ে পড়ছে।

কিছু ঢেউ পত্র মিতালি খেলছে।কিছু ঢেউ ঢেউয়ের আঘাতে চুর মার হয়ে যাচ্ছে।

একটা কাক তার কানের কাছে এসে কা কা কা স্বরে বিরক্ত করছে আর বলছে: ' আমিতো উচ্ছিষ্ট খাই।তুই ও খা।পৃথিবীর উচ্ছিষ্ট খেতে খেতে তুই ও একদিন বড়ো হবি।অপরিহার্য হবি...'

একজন ব্যর্থ মানুষ চেষ্টা করলে কেমন অপরিহার্য হয়ে উঠতে পারে কাক শেখাল।

আসলে একজন ব্যর্থ মানুষ , ব্যর্থ মানুষের নোংরা ঘাঁটতে ঘাঁটতে অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে অপরিহার্য হয়ে ওঠেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much