কাঠকয়লা
তুমি তো কাঠকয়লা
শুধু অপেক্ষা করো
আগুনের জন্য
না-বলা কথা
জিভ ছিঁড়ে নেবার পর
পিছু পিছু কিছুটা পথ
তেড়ে গিয়েছিল
ফোঁটা ফোঁটা রক্তবিন্দু
শালিখের ঠোঁটে ঠোঁটে
আমার কথা
ফিরে এসেছে মানুষ সমাজে
আমার না-বলা কথা
শীতকাল হয়ে জমে থাকে
মেহনতী মানুষের রক্তে
কোনো কোনো কথা
বারবার বলবার জন্যে
জন্ম নেয় পাখি
সুরে তালে ছন্দে
সবার মুখের কথা
শোষণের বিপরীতে
মুখর হোক মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much