বাড়ি..
চোখ বুজলেই বাড়ি
আসলে বাড়িটা বহু দূরে।
উনুনের সামনে বসা মায়ের
ফরসা মুখ,উজ্জ্বল সিঁদুর
কাগজে মুখ ডোবানো বাবা
পড়ার টেবিলে দিদি
খুব স্পষ্ট।
মনে হয় সবকিছু হাতের নাগালে
ঝকঝকে শৈশব রঙচঙে খেলাঘর
হাসিখুশি বিস্ময়।
বাড়িটা আছে নিজের জায়গায়
মানুষ বদলে যায়।
'আমার' শব্দটা মুছতে মুছতে মুছতে
একসময় নেই।
আমার সেই বাড়িটা এখন আমার নয়,
আসলে আমার কোন বাড়িই হয়ত নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much