নীল !
নীল !
তুই কি বলতে পারিস, কেনো এমন হয় !!
একা একা তোর সাথে মন,
শত-শত কথা কয়।
সামনে তুই এসে দাঁড়ালেই,
মুহূর্তে বাক্য নিখোঁজ হয়।
তোকে দেখার প্রয়াসে,
চক্ষুদ্বয় প্রতিপলে ব্যাকুল হয়।
এপানে চাইলে তুই,
কোনো গভীর খাদে সে লুকায় রয়।।
জানিস কি তুই, কেনো এমনটা হয়?
হিমেল বাতাসের প্রতিটি শিহরণে,
শরীর তোর স্পর্শ চায়।
হাতদুটো এসে ছুঁয়ে তুই দিলেই,
লজ্জায় মন ছুট্টে পালায়।।
পারবি বলতে, এমন কেনো হয়?
মরমের নিদারুণ ব্যাথা,
অপেক্ষায় ছন্দ মিলায়।
তুই বুকে জড়াস যখন,
অবিরাম বৃষ্টিতে মন ভিজে যায়।।
বলনা রে, এমনটা কেনো হয়?
সবাই বলে এসবই আবেগ,
সাজানো, চেনা-জানা পুরোনো ধাঁচে।
তোর সাথে কেনো তবে,
আমার সব অনুভূতিই সাজে, নতুন লাজে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much