০৮ নভেম্বর ২০২০

মধুমিতা রায়

 

অসুখ

সুর ধোয়া শব্দেরা

শূণ্য থেকে টেনে তোলে।


আমার অস্তিত্বের আগে

আমার অস্তিত্বের পরে

শূণ্যতা চারিধার।


মাঝে কিছু পথ

সুরের ঝলক।


সুরফুল সুরআলো সুরনদী

চারিধার।


রোদে রোদে হেসে ওঠা সুর

খন্ড খন্ড করে আঁধারের মুখ।

আমি শুধু সাঁতরাই সুরেরই অসুখ |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much