সময় ডুবে যায়
সময় ডুবে যায়
অস্তাচলে চলে নিশি
আগামী সন্ধ্যায়
হরিদ্রাভ নীলে
ঝলমলিয়ে উঠুক জোয়ার
হাজর খালে বিলে
কাদার ভেতর পাইক
নির্ভেজাল এক দীপ্ত রথে
নগরজুড়ে স্ট্রাইক
স্ট্রিমিং পাওযার অফ
অল্পতে যে গল্প থাকে
তার পেছনে গলফ
খেলে চলে প্লেয়ার
নিঝুম নিশি শান্ত হলেও
মনটা বড়ো গোয়ার
বাঁধ মানে না আর
রাতের অস্তাচলে
রাতের সে মিসমার
অন্ধকারের সাথে
জমছে জুয়া নাটের হাটে
নিষিক্ত দৈরথে
তিনগুটিতে দান
খানিক থাকে শূণ্যের উপর
খানিক প্রাণিধান
আরাধনার শেষে
রাতের শেষে সকাল আসে
ঘোর অন্ধকার বেশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much