মুয়ে আগুন
কী কতা কন আপনেরা আপনাগো ক্যাঁতায় আগুন
বাঁচতি যেদি চান তয় ইহান থিকা এহনি ভাগুন
গরম আচে বিবির মেজাইজ
পাড়া মাতায়ে ফালামু আইজ
ঢং কইরা কামের ভয়ে শুইয়া থাহা মিনসার মুয়ে আগুন
ভুলেভাট্টা
হাট্টা দিয়ে সাট্টা খেলুন বউ বেচারা ভোঁ-কাট্ট
গভীর রাতে ঘুম ভাঙিয়ে ডাণ্ডা চাপুন মিঠে-খাট্টা
মিঁউ মিঁউ করবে পায়ে
ঢলে ঢলে পড়বে গায়ে
ভুলেও যেন ভাববেন না করছি আমি ঠাট্টা
জাল্লিকাট্টু
আরে ভাই ভিড় বাসে ঠেলেন কেন থামুন দেখি দন্ড
জাল্লিকাট্টু খেলতে এসে হবেন দেখি মণ্ড
পাশের সিটে আছেন বসে মহিলা
কেমন করে চাপি তারে হবেন কুপিলা
ওদিকেতে আগুন চোখে বউটা আমার শালু দেখা ষণ্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much