০৮ নভেম্বর ২০২০

অমলেন্দু বিশ্বাস

ঘুমকথা

জমে থাকা নিষ্প্রদীপ অন্ধ -তন্দ্রাঘরে 

এনে ছুঁয়ে দিল সেই দীর্ঘতর ঘুম l 

ঘুমের পরাগ এসে চোখের বিবরে 

মেধার বিতানে ক্রমে জমা হলে 

অতিপরিচিত পৃথ্বী আর থাকেনা ভূঁ l 

অচেনা তমসা এসে ক্রমে ছুঁয়ে দিলে 

জাগরী আলোর রেখা লীন হতে থাকে 

মনে পড়া ভৈরবীর হারানো অন্তরা

কিছুতেই আর মেলানো যায় না তবে l 


দীর্ঘতর ঘুমপরী মায়াঞ্জন খুলে 

পেঁচিয়ে পেঁচিয়ে ডুব মারে ইঁদারায় l 


এসব বল্কল আর লৌকিক শেকল 

বিশুদ্ধ কবিতা হৃদে ভাষায় গহনে l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much