১৭ ফেব্রুয়ারী ২০২২

কবি মোঃ ইসমাঈলের কবিতা





অধিকার
মোঃ ইসমাঈল 

১৯৭১ এ করেছি যুদ্ধ হয়েছি স্বাধীন
আজ ২০২২ এ এসেও নিজ দেশে পরাধীন।
স্বাধীন আমরা হয়েছি যে কেবল কাগজে কলমে
নিজ দেশে নিজেরাই হচ্ছি শোষিত বর্তমানে। 

চাইনি তো আমরা হতে এমন স্বাধীন
বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকতে হয় মনে হয় যেন পরাধীন।
সমাজের প্রতিটি ধাপে শোষিত হয় গরীব অসহায় মানুষ
মনুষ্যত্ব বিহীন লোকেরা চোষণ করে, হয়ে নিষ্ঠুর ফানুস। 

যেখানে গরীব পারেনা বাঁচতে, খেতে পায় না ভাত
অসহায়ত্ব এবং দরিদ্রের জন্য পেটে যে পড়ে থাকে শূন্য হাত।
যেখানে গরীব শীতে পায় না বস্র শয়ে বেড়ায় অনড় শীত
তবে গুচবে না কভু শীতের কষ্ট শোনাও যত গীত। 

যেখানে বিত্তশালী কেড়ে নেয় অসহায়ের সর্বঃস্ব
সেখানে গরীব পৈতৃক ভিটেমাটি হীন নিঃস্ব।
যেখানে গরীব স্বাধীন হিসেবে পায়না সঠিক বিচার
তবে সইবে না কভু এই ভূবন এমন নির্মম অবিচার। 

কোথাও গিয়ে পায়না ঠায় আজ গরীব বলে
তাই তো গরীব ভূবনে সয়ে যায় লাঞ্চনা জঠর অনলে।
তবে কি এই মহীতে কখনোও কি গরীব পাবে না কোথাও দাম
আর কতকাল সইবে এইসব- দেখতে তো ধনী গরীবের সমান চাম। 

তবে কি আজ ভুলে গেলে ১৯৭১ এর কথা হয়ে স্বাধীন
এই গরীব,অসহায়,দিনমজুর,জেলে,তাঁতি না করলে যুদ্ধ থাকতে হয়ে পরাধীন।
কই! তখন ছিল ১৯৭১ সাল-- ছিল না তো কোনো বৈষম্য
তবে এখন কেনো আধুনিক হয়ে করো এমন রঙ্গ ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much