১৭ ফেব্রুয়ারী ২০২২

কবি জান্নাতুল ফেরদৌস  এর কবিতা




লেনাদেনা

জান্নাতুল ফেরদৌস  

কিছু প্রাপ্তি আর কিছু অপ্রাপ্তি
কিছু শান্তি আর কিছু অশান্তি
কাটছে সময় দূর-বহুদূর।

কিছু আশা আর কিছু নিরাশা
কিছু তৃপ্তি আর কিছু পিপাসা
ঢেউয়ে ঢেউয়ে বিশাল সমুদ্দুর।

কিছু দেনা আর কিছু পাওনা
কিছু লেনা আর কিছু বায়না
চকচকে ভাসে হৃদয়ের আয়নায়।

কিছু কান্না আর কিছু আনন্দ
জীবনের ভাজে থাকে মৃদু মন্দ
কখনোও আবার হয় নিরানন্দ। 

কখনোও আলো কখনোও আঁধারে
ভেবে যায় মন সদা চরাচরে
ভালো,মন্দ হয়ে কভু ধরা পড়ে।

কখনোও আকার,কখনোও নিরাকার
খুঁজে ফিরে মন সকল ঠিকানায়
ধরা পরে কখনোও শুধু মরিচিকায়।

যতক্ষণ বায়ু থাকছে আনাগোনা
প্রত্যাশা তাঁর কভু শেষ হবে না।
নিয়তির খেলায় থাকবে লেনাদেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much