১৭ ফেব্রুয়ারী ২০২২

কবি কপিল কুমার ভট্টাচার্য্য এর কবিতা




মহামারীতে প্রকৃতির প্রতি 

  কপিল কুমার ভট্টাচার্য্য
  

  প্রকৃতি তুমি আগের মত 
   আবার ওঠো হেসে,
   কালিমালিপ্ত দিনগুলি সব 
   যাবেই তাতে ভেসে------
   মানুষেরা উঠবে জেগে
    উঠবে হেসে ফুল,
    ভ্রমর-পাখি উঠবে নেচে
     গাইবে প্রাণীকুল।।

৪টি মন্তব্য:

thank you so much