নিঃসঙ্গতা
আইরিন মনীষা
আজ কতদিন হয়ে গেলো
একাকীত্বের সাথে আমার নির্লিপ্ত বসবাস
যেখানে ধুসর বিবর্ণ আকাশের হাতছানি
এভাবেই বেদনায় আশাহত অন্যায্য সহবাস।
রঙ্ধনুর সাত রঙ আজ বড়ই ফিকে
যেখানে আর রাঙেনা আমার অধরা স্বপ্নের পালক,
একসাথে পথ চলার সেই আকাঙখিত আশার প্রতীক্ষায়
নিঃসঙ্গতার পথ চলায় আমিই আমার চালক।
নগ্ন পায়ে শিশিরের সাথে স্পর্শ
যেখানে ছিলে তোমার অবাধ বিচরণ,
বিমুগ্ধ নয়নে আমার হাত দুটি ধরে হাঁটতে
শিহরণে যেথায় তোমাতেই চাইতাম বাঁচতে।
বাদল দিনের রিমঝিম ছান্দিক বারিধারায়
কি দারুণ এক সুখানুভুতি হাতছানি দিতো,
যেথায় আমার আরাধ্য হারানো দিনের গান
বাজতো গ্রামোফোনে যেথায় আমার মন কেড়ে নিতো।
বসন্তের মাতাল সমীরণে সেই উদ্দীপনা
এখনো আমায় কাছে টানে একান্ত একাকীত্বে
ভুলা কি যায় তারে মধুময় স্মৃতি মাখা ক্ষণ
আমার নিঃসঙ্গতার সঙ্গী তব বিরহী বিস্মৃতির সম্ভিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much