আমার কবিতা
সেলিম সেখ
ভুবন মাঝে ধরেছি কলম
লিখব বলে তাই,
প্রকৃতির কোলে লিখে সদা
মনের সুখ পাই।
মোর কবিতায় ফুটছে দেখো
প্রকৃতির সেই ফুল,
পাঠক সমাজ বলছে তাই
পায় না খুঁজে কূল।
একটি একটি করে দেখি
জমেছে শত কবিতা,
এগুলো দিয়ে গড়ছি জীবন
হৃদয় মাঝে রবে তা।
মোর কবিতা পাঠে পাবে
বাস্তবতার ছাপ,
এভাবেই চলবে জীবন
কমবে সবার চাপ।
কবিতা হলো সন্তানসম যত
করোনা কেউ তা চুরি,
জানলে তুমি অবাক হবে
আছে সেথা প্রাণ জুড়ি।
অসংখ্য ধন্যবাদ জানাই স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকা কে....
উত্তরমুছুন