০৪ জানুয়ারী ২০২২

কবি শ্রী স্বপন দাস এর কবিতা




কেহ কম নহে:
শ্রী স্বপন দাস



প্রকৃতি হয়ে যাচ্ছে বেসামাল
ভাইরাস হয়ে উঠেছে বদ্ধমাতাল।
প্রবল রূপে হয়েছিল আগুয়ান
আয়লা যশ আম্ফানের উৎপীড়ন,
পাশাপাশি মারলো ধাক্কা, করোনা এক দুই
তবুও হয়নি শান্ত, আবার দুরন্ত রূপে এল অমিক্রন।
বাঁধাহীন রূপে করেই চলেছে সমগ্র বিশ্বে,
প্রাণনাশ সহ লাগামহীন আক্রমন।
সারা বিশ্বে যাচ্ছে দেখা, বিশ্ব ধ্বংসের এক পূর্বাভাস,
প র প্রজন্মের স্বার্থে রবে, পৃথিবী ধ্বংস লীলার এক ইতিহাস।।
রিজেন্ট পার্ক টালিগঞ্জ কলকাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much