০৪ জানুয়ারী ২০২২

কবি শিরিন আক্তার  এর কবিতা




অনুশোচনার ক্ষণে
 শিরিন আক্তার 

বহুকাল পরে সেই অব্যক্ত বাসনা 
ভেতর ঘরে জাগায় অসহ্য তাড়না।
অনুশোচনার ক্ষণে পিছু মন থাকা
অতীত আমায় ডাকে,কতো স্মৃতি আঁকা।

উত্তাল তরঙ্গ মাঝে ইচ্ছে ছুঁড়ে দেয়া
দূরের গগন দেশে হারিয়ে যাওয়া।
অবশেষে বাকি ছিল কিছু গল্প বলা,
অনিন্দ্য সুন্দর ছিল; তার ছলাকলা।

দোদুল্যমান আজও সে লগন গুলা
মনের দেয়াল থেকে তা যায় না ফেলা।
পায়তারা দেয় যেন;এক নিত্য ধারা
প্রণয়ী আমার!প্রিয় গানের অন্তরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much