০৪ জানুয়ারী ২০২২

কবি জাবেদ আহমেদে এর কবিতা




লোভী 
জাবেদ আহমেদ 

লোভ লালসা 'র জাল
বুনবি আর কতকাল
বাচবিচার নাইরে তোর
পোষাক আষাকে মহান।
চাপার জোর বড় বেশী 
মনে লোভের খনি,
হক হালালে মাথাব্যথা 
নাইরে তোর ওরে নোংরা।
আলাল দুলাল কে ও
করিস ফরক।
তোর মাটেরই ত ফসল তারা।
গরীব পেলেই গোষ্ঠী মারিস
যখনতখন ভাঙিস লোভের হাঁড়ি। 
মূদ্রা পেলে খুশী সদা
হয় যদি হারামে তোর নাই-
ভাবনা পাইলে হইছে মূদ্রা।
মিছে কথা যখনতখন 
ডর ভয় নাইরে মরনের।
লোভে ভরা মনরে তোর
পরপারের নাইরে চিন্তা। 
ওরে লোভী পাপী 
আর কত সত্য মিথ্যা 
বলে বেড়াবি। 
লাটি হাতেও মরনে
ভয় না করলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much