বুকপাঁজরেই
সামরিন শিরিন
বুকের ভিতরে তার বাস
একেবারে বুকপাঁজরেই।
একটি গভীর মায়ার করস্পর্শ
শুদ্ধস্বর গাঢ় চোখ!
গরবিনী জয়িতা
আমার লাবণ্যপ্রভা।
অথচ তার হৃদয় জুড়ে ঘন সন্ধ্যার ছায়া,
হতাশার খরতাপ,
অস্থির শূন্যতায় মর্মর ব্যথা বিদ্বেষের শব্দ!
অশোভন, অসুন্দরের আতংকে মুহ্যমান রাত্রিদিন।
উত্তরণের অনিশ্চিত অপেক্ষা...
তবু,
তাকেই উৎসর্গ করেছি
এক অনুপম প্রেমকবিতার চিঠি।
সাহসী জীবন্ময় আশাবাদী কথকতা।
সময় আরও একটু সুস্থ্য হোক
বা সংযত...
হে মহান বিজয়দিন!
আপ্রাণ সাক্ষরে, শ্রদ্ধায়
আমি তোমাকেই সঁপে যাই
আমার স্বদেশী অন্তর।
সুন্দর কবিতা।
উত্তরমুছুন