০৪ জানুয়ারী ২০২২

কবি মোঃ ইমরান হোসেন এর কবিতা





খোল শিক্ষাঙ্গন
মোঃ ইমরান হোসেন

দুঃখজনক হলেও সত্য 
এটাই দেশের হাল 
সবই ঠিকঠাক চলছে শুধু 
শিক্ষা টালমাটাল ।

অন্ন দেবে দেবে সাইকেল 
দেবে মোবাইল 
রাখবে শুধু দেশটাকে আজ 
শিক্ষাক্ষেত্রে নীল। 

ক্লাস না হলেও থাকছে খোলা 
সমস্ত পাঠশালা
শিক্ষাঙ্গনে শিক্ষক গন 
শ্রেণী কক্ষে তালা। 

খোলা থাকছে  পানশালাটা
মাতাল হবে দেশ 
মদের টাকায় আমলারা সব 
আয়েশ করবে বেশ । 

ক্লাস না হলেও ক্রমোন্নত 
হবে পদোন্নতি 
রেজাল্ট হবে মার্কশিটে হাই 
বাস্তবে হীনয্যোতি। 

উচ্চতর ডিগ্রি থেকেও
থাকবে শিক্ষাহীন
চক্ষু থেকেও দেখবে আঁধার
থাকবে দৃষ্টিহীন। 

কর্মক্ষেত্রে গিয়ে এরা 
ভাঙবে দন্ত নিজ
সারাদেশ জুড়ে ছড়িয়ে দেবে
মুর্খতারই বীজ। 

রাজনীতি তো অনেক হল 
দেখালে আস্ফালন
এবার একটু বন্ধ কর
খোল শিক্ষাঙ্গন।

1 টি মন্তব্য:

thank you so much