০৩ জানুয়ারী ২০২২

কবি শামরুজ জবা'র কবিতা




অবুঝ কান্না
শামরুজ জবা 

তোমাকে ভালোবেসে
        মেটেনি আশা,মিটলো না সাধ;
জীবনের মাঠ জুড়ে ...
 বুনোলতার মত কাঁটাময় অবসাদ।

কেন গেলে চলে দূরের দূর?
কি এত অভিমান?
         কি বল অনুরাগ?
আমার কি ছিল-- কোন কিছু ভুল?
আজো ভাবি মনে মনে
          জানে- চাঁদ আর ঝরা বকুল।

স্বপ্ন তো ছিল বেশ--
তোমার হাত ধরে অপূর্ব মায়ায়
উচ্ছল খুশিতে 
        দেখে যাব-- নক্ষত্রের আকাশ;
আমার চোখ আজ নদী,
     বুকের গহনে অনাবাদী দীর্ঘশ্বাস!

এখনো বোসে থাকি
তোমার পথ চেয়ে গভীর মায়ায়
                   চুপচাপ একা-- একাকী!
তুমি কি মান ভুলে--
              আসবে ফিরে?
বল না, বল; বল না- 
          তুমি আবার ফিরে আসবে কি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much