০৩ জানুয়ারী ২০২২

কবি দিলারা রুমা  ( ইংল্যান্ড) এর কবিতা






স্বাগতম তোমায়
দিলারা রুমা 
( ইংল্যান্ড)

বিগত বছরের কালি মুছে
উদয় হলো নতুন সূর্য
সময়ের ঘড়িটা বদলে নিলো
দিন তারিখ বয়স।
ফেলে এসেছি যা 
ঘুমিয়েছে তা।
আবার ফুটুক শতকোটি ফুল
সুগন্ধে ভরে যাক
সময়ের নীড়।
চলো, একসাথে জেগে উঠি
গাই জীবনের গান;
চলো একসাথে চলি
মিতালির বন্ধনে বলি
স্বাগতম তোমায়।
চলো ভুলে যাই 
ভুল ভ্রান্তির একটু আধটু ছায়া,
তোমাতেই আমি আমাতেই তুমি
হোক একই কায়া।
চলো বুনন করি সুন্দরের চারা 
আর গড়ে তুলি স্বপ্নের বসুন্ধরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much