ধন্য নবদ্বীপ ধাম
শিবনাথ মণ্ডল
জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই
জন্ম নদীয়ায়
নবদ্বীপ ধাম পবিত্র ভূমি
গঙ্গা বয়ে যায়।
ধন্য পিতা জগন্নাথ মিশ্র
ধন্য শচীমাতা
ধন্য নবদ্বীপ ধাম
বিষ্ণুপ্রিয়া যথা।
হরে কৃষ্ণ নাম বিলায়
নদের গৌয়ুর হরি
জগাই মাধাই পাপিছিল
মারে কলসি বাড়ি।
গৌয়ুর তাদের জড়িয়ে ধরে
কানে দিল নাম
জগাই মাধাই উদ্ধার হলো
গেয়ে হরিনাম।
দ্বারে দ্বারে নাম বিলাতে
এলো গৌয়ুর হরি
হরেকৃষ্ণ নাম গেয়ে
দেয় গড়াগড়ি।
হরি নাম মহা নাম
জগৎ জুরে রয়
শেষের দিনে এই নামেতে
সবাই উদ্ধা হয়।
হরি বোল হরিবোল
হরি হরি বোল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much