০৩ জানুয়ারী ২০২২

কবি ফারহানা আহাসান এর কবিতা




মুক্তির পথে কান্ডারীরা জাগো হে জাগো
ফারহানা আহাসান


মুক্তির পথে কান্ডারীরা জাগো হে জাগো,
আজ নতুন সুরে তাল লয়ে ডাকছে তোমাদের "মা" গো।
আবার যুদ্ধে নামো সত্যের পথে,
যুদ্ধে নামো এগিয়ে নিতে,
দেশের সোনার সন্তানেরা, 
তোমরা নামাও বিজয়ের জয়গান।

মুক্তির পথে কান্ডারীরা জাগো হে জাগো
নেই মোরা পিছিয়ে জেনো,
নেই মোরা ভয়ে আর শুনে রেখো
বিশ্বে আছে মোদের লাখ প্রমাণ দেখো,
এবার করবো দেশের উন্নতি  "মা" গো।

মুক্তির পথে কান্ডারীরা জাগো হে জাগো।
মুক্তির পথে কান্ডারীরা জাগো হে জাগো।

হাতে হাত রেখে
দুর্গম দেব পার।
করিনা কোন ভয়
মোরা আজকের সন্তান,
জেগে উঠো এই বিজয়ের স্লোগানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much