০১ জানুয়ারী ২০২২

মোঃ নাহিদ হাসান মজুমদার এর প্রবন্ধ




যে সব গুনাবলী মানুষকে সফল হতে সাহায্য করে। (  Qualities that make a person successful.) 
( ছোট প্রবন্ধ ) 
মোঃ নাহিদ হাসান মজুমদার 



আকাঙ্ক্ষা "→ → ( Desire )     তার মানে এ নয় যে অতীতকে ভুলে যাবো ? অতীত থেকে শিক্ষা গ্রহন করে, বর্তমানে বাস্তবতা মেনে নিয়ে, ভবিষ্যৎকে সফলতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষে অভিষ্ট অগ্রসর হওয়া। সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। নেপোলিয়ন হিল লিখেছেন, মানুষের মন যাহা কল্পনা করে এবং বিশ্বাস করে, মানুষ তাহা পেতেও পারে। " এক তরুন সিক্রেটসকে জিজ্ঞাসা করেছিল, সাফল্য লাভের রহস্য কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে পানির দিকে এগুতে থাকলেন এবং এক গলা পানিতে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে পানির মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটি পানির উপরে যতই উঠার চেষ্টা করে সক্রেটিস ততই তাকে শক্তহাতে পানির নিচে ডুবিয়ে রাখলেন। বাতাসের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মূখ। সক্রেটিস তখন তার মাথাটি পানির উপরে তুললেন। ছেলেটি অনেক কষ্টে বুকভরে নিশ্বাস নিচ্ছিল। সক্রেটিস তাকে জিজ্ঞাস করলেন, " যতক্ষন পানির নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চেয়েছিলে ? "উওরে সে বলল ' বাতাস '। সক্রেটিস বললেন এটাই সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চেয়েছিলে সেভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের কোন যাদুবিদ্যা বা অন্যকোন রহস্য নেই। কোন কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে। সামান্য আগুন যেমন অনেক উওাপ দিতে পারে না। তেমনি রুগ্ন ইচ্ছাশক্তি কোন মহৎ উদ্দেশ্য সাধন হয় না। প্রিয় বন্দুগন বরাবরের মত শব্দ ও বাক্যচয়নে ভুল আছে জেনেই ক্ষমা সুন্দর কামনা করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much