কুয়াশার চাদরে
যমুনা অধিকারী
কুয়াশার চাদরে আলতোভাবে মনে প্রেমকে জড়ালাম,
যে প্রেম প্রতিটি নিশ্বাসে অক্সিজেন যুগিয়ে আমায় বাঁচায়,
যার অপরুপ রুপের ঝলকে আমি মোহিত হই বারংবার,
নিন্দার কালো পাথরের ঠোঁকরে আমি বিচলিত হই না কখনোই,
কোন কঠোরতা আর ভাবায় না মোটেও আমায়,
শুধুই প্রেম প্রেম খেলায় কাটে সূর্য উদয়ন থেকে অস্তমিত বেলা অবধি,
ভাবনার মহাসমুদ্রে বিহ্বল হৃদয়ের কানায় কানায় পরিপূর্ণ এই প্রেম,
কখনো আর রাগে গদ্গদ হয় না অভিমান জমে না বুকে,
এই মোহিত প্রেমের অবিরত বালিপুঞ্জে অক্ষত প্রেমের আল্পনা আঁকি,
যেথায় চোরাবালির নেই ভয় নেই হারানোর কোন যন্ত্রণা,
শুধু মনে বাজে কুহুধ্বনি পেখম মেলে স্বাধীনচেতা হৃদয়,
কুয়াশা বেয়ে অমর প্রেমের তকমা আঁটি নীল নীল দিগন্ত ছুঁতে,
থরে থরে প্রাণে বিজলি জ্বলে সাড়া জাগায় দূর-নীলিমায়,
আজ প্রাণের আঁকুতি নির্লজ্জ শিশিরের গাঁ চুমে পড়ে,
নেই কোন কম্পন শুধু চেয়ে রয় কুয়াশার পৌষালি রাত্রির আবদারে,
পথিকের তৃষিত বুকের চাহিদা মিঠায় খেঁজুরের টপটপ মধুকর রসে,
আকুলিবিকুলি হৃদয়ে দাগ কেটে যায় মেঘহীন নীলাকাশ,
যেথায় পৌষের প্রেমালু কুয়াশায় নিরবে ঝরে পড়ে প্রেমের অধরা কাব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much