০১ জানুয়ারী ২০২২

কবি মাসুদ করিম এর কবিতা




যেতে হবে শুন্য হাতে
মাসুদ করিম
    

পিছন ফিরে তাকিয়ে দেখি 
শৈশব আমার গেছে চলে
কিশোর কালে তাকিয়ে দেখি
রঙ্গিন দেখায় চারিদিকে
ছাত্র জীবন মধুর জীবন কত 
ফুল যে ছোখে লাগে
পড়া-লিখা শেষ করে আজ 
ঘুরতে যে হয় কর্মের তালে
যৌবন এলো সংসার হলো 
খাটুনি খাটার হালে
কাঁধে নিয়ে সংসার বোঝা বুঝা 
যে যায় কেমনে চলে
দেখতে দেখতে যৌবন গেলো 
জীবন চলে বেহাল তালে
ধিরে ধিরে মাথার চুলে, গোপেতে 
হায় পাকন ধরে
জীবনটা যে কেমনে গেলো 
দেখছি এবার হিসাব করে
ডাইরীর পাতা উল্টে দেখি 
পাতা হলো শেষের দিকে
শিশু, কিশোর, যৌবন গেলো
ভেবে দেখি যেতে হবে শুন্য হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much