একশো আটটি পদ্মের দিব্যি
কী করতে পারি এ মুহূর্তে
অন্ধ হয়ে যাব
একজন অন্ধ কতবার অন্ধত্ব গ্রহণ করতে পারে
আমার বাগানে একটিই ফুল গাছ
শীতের শিশির মেখে ঠাণ্ডায় কাঁপছে শব্দ করছে
অথচ
এক্ষুণি ছুটে গিয়ে খুব আস্তে
যাতে আঘাত না লাগে
ওঁর পাপড়ির ওপর মাথা রাখব কীভাবে
কষ্ট হচ্ছে খুব
হৃদিপদ্ম কাঁপছে বারবার, তবুও
আমার ফুল আমাকে বলেছে,
চুপ, কান্না করবে না
তুমি কাঁদলে আমার ভেতর ভেঙে যায়
এই হাতে ধরেছি হাত
এই ওষ্ঠ ছুঁয়েছে গভীর যতটা
এই হৃদয় মিশে গিয়েছে হৃদয়-বায়ুতে
ওঁর একশো আটটি পদ্ম ছোঁয়া আদেশ
আমি অমান্য করব সে সাধ্য আমার কোথায়
আমি কী করব এখন
আমার কী করা উচিৎ
গুহার ভেতর যাওয়া হবে না
বরফের চাদরের ওপর যাওয়া হবে না
তরঙ্গের মধ্যিখানে এত ঢেউ, মৃত্যুর মতন
অনন্তকাল তোমার কোলের ওপর মাথা রেখে
গান শুনব, গাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much