চাঁদ
কাঁচের একটি টুকরো পড়ে আছে তোমার ছাদের কার্নিশে।আমাদের প্রতিবেশী ছাদ।ছাদ বাগান।চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বাখুলের উঠোন।সন্ধ্যা মালতি ফুটেছে ছাদ বাগানের টবে।
আবার কবে দেখা হবে চাঁদ ? তুমি তো চাঁদের উপমা।দুটো বাড়ি এখন হোম কোয়ারেন্টাইন সেন্টার।
কাঁচের টুকরো থেকে বের হচ্ছে যেন হীরক দ্যুতি।মনে হচ্ছে তোমার ছাদে ফেলে যাওয়া নাকছাপি আমাকে চকিতে ডাকছে ইশারায় ।আসলে মনের সব ইশারা গুলো যেন ফ্রেম বন্দি।
লক ডাউনের পর কতবার হৃদয়ে ডাউনলোড করেছি তোমার অপলক চেয়ে থাকা।তারপর মেগা বাইট আর জিগা বাইটে ভাগ করেছি ভালবাসার এমবি।জানিনা কত জিবি তে দাঁড়িয়ে আছে হৃদয়ের পারদ।
চাঁদ জানে কতটা ছল আর ছলনা ঘুমিয়ে থাকে রাতে।তোমার খোলা চুলের ইশারায় কতবার অন্ধকার এঁকেছি বুকে।সে অন্ধকার জ্বলছে যেন রাত নিশুতির বৈভব।একবার স্বপ্নে তুমি নেমে এসো চাঁদ, আমার ভালবাসার কলঙ্ক ঘোচাতে।
তুমি আমার চাঁদ, চাঁদের উপমা।ছাদ বাগানের জুঁই, বেলি, কনকচাঁপা আমাকে ডাকছে।আমি তাদের বেদনার গান শোনাবো।তুমি হিংসে করোনা না চাঁদ।
আমাদের রাত নিশুতির তারায় তারায় জ্বলছে তোমার মন জয় করবার নেশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much