০৭ ডিসেম্বর ২০২১

শান্তা কামালী





বনফুল
( ৩৪ পর্ব ) 
শান্তা কামালী

ময়না গিয়ে দেখে জুঁই তখনও আধঘুমন্ত অবস্থায়, ময়না কাছে গিয়ে  কপালে হাত দিয়ে আস্তে করে ডাকলো আপা....
জুঁই ময়নার দিকে তাকালো, ময়না বললো আপা পলাশ দাদাবাবু এসেছেন খালাম্মা বলছেন আপনাকে নিচে আসতে। 
জুঁই বললো ময়না তুমি যাও আমি আসছি।
 জুঁই চোখে মুখে কয়েক ঝাপটা পানি দিয়ে টাওয়েলে মুখ মুছে নিচে নেমে এলো। জুঁই হেসে বললো তুমি?  কই সকালে বলোনি তো তুমি আসবে! 
পলাশ বললো  তুমি যখন বললে তোমার শরীরটা ভালো না তখন থেকেই মনটা অস্থির হয়ে ছিলো.... যত সময় যাচ্ছিলো খারাপ লাগা বেড়ে যাচ্ছিলো, তাই অপেক্ষা না করে.....
 চলে এসে কি ভুল করেছি? 

 জুঁই বললো আমি কি তোমাকে তাই বলেছি?  পলাশ বললো না মানে এভাবে চলে এসে কাজটা ঠিক করছি কি না বুঝতে পারছি না....!
জুঁই বললো একদম ঠিক করেছ।হঠাৎ জুঁই খেয়াল করছে ওর পরনে টিশার্ট টাওজার, এই ড্রেসে পলাশের সামনে একটু লজ্জা পাচ্ছে৷ সে ….। 
পলাশ অবাক হয়ে দেখছে আজ যেন জুঁইকে আরো বেশি সুন্দর লাগছে...! 
পলাশ জুঁইয়ের কপালে হাত দিয়ে দেখতে পেলো হালকা জ্বর আছে, জুঁই তুমি তো সকালে যখন কথা হলো বললে না তোমার জ্বর!  

আরে আমি তো এখনোও বুঝতে পারছিনা যে আমার জ্বর......।
 পলাশ বললো, আমি এসে শুনেছি তুমি দুপুরে কিচ্ছু খাওনি। চলো আমি কিছু খাবার এনেছি তুমি খাবে।

জুঁই ময়নাকে ডেকে বললো খাবারগুলো প্যাকেট থেকে খুলে পরিবেশন করতে। পলাশ জুঁই দুজনেই টেবিলে বসলো, পলাশ জুঁইয়ের প্লেটে তুলে দিচ্ছে যে খাবার গুলো জুঁইয়ের পছন্দ।
পলাশও অল্প কিছু খেলো জুঁই তেমন কিছুই খেতে পারলো না। ময়না ট্রেতে করে চার কাপ কফি নিয়ে এলো জুঁই বললো ময়না আব্বু আম্মুকে ডাক, মনোয়ারা বেগম পলাশকে দেখেই রাতে খাওয়াদাওয়ার এ্যরেঞ্জমেন্ট রেডি করে নিয়েছেন। মনোয়ারা বেগম এসেই বললো বাবা তুমি রাতে খেয়ে যাবে।

আন্টি খাওয়ার ঝামেলা কেন? আঙ্কেল, জুঁই কিন্তু তেমন কিছুই খেলো না।

জুঁই বললো, আব্বু খেতে ইচ্ছে করছে না, কি করবো বলো। জোর করে কিছু খেতে গেলে বমি হবে...। 
 কফি খাওয়া শেষ করে মনোয়ারা বেগম রান্না ঘরে চলে গেলেন।
জুঁই পলাশ উপরে উঠে গেলো
জুঁই রুমে ঢুকে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পরলো।পলাশ জুঁইয়ের মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিচ্ছিল...। দুজনেই দারুণ গল্প জুড়ে দিলো কখন যে রাত দশটা বেজে গেল খবর নেই। 
ময়না এসে বলে গেল টেবিলে খাবার দেওয়া হয়েছে, পলাশ জুঁই দুজনেই নিচে নেমে এলো জুঁই কিছুই খেতে পারলো না। পলাশ খাওয়া শেষ করে আন্টি আঙ্কেলকে সালাম জানিয়ে বিদায় নিলো।

চলবে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much