০৭ ডিসেম্বর ২০২১

ঝুম্পা দাস হালদার






অম্বা আমি 


আমি অম্বা,
আমার রন্ধ্রে রন্ধ্রে প্রতিশোধের আগুন, 
গঙ্গা পুত্র ভীষ্মের মতো মহাবীর পরাক্রমীর মৃত্যুর ছায়াপথ আমি, 
যে ধ্বংস করেছে আমার ভবিষ্যতের আলো,
আমার প্রেম, 
আমার ভালোবাসার আস্বাদ, 
পরিবর্তে দিয়েছে আমায় প্রতিশোধের আগুন, 
তাইতো জন্মান্তরেও শ্রীখন্ডীনি রূপে অম্বা আমি,

আমিই শক্তি, 
     আমিই মৃত্যু, 
           আমিই প্রগতি,
                   আমিই নারী। 

আজও যুগে যুগে জন্ম নেয় আমার প্রতিশোধরূপী  আত্মা, 
   জন্মান্তরেও আমার হৃদয়ে জ্বলতে থাকে প্রতিশোধ বহ্নি, 
তাইতো, এক মুহুর্তে অস্ত্রহীন, বিকলাঙ্গ করে দিতে পারি আমি ভীষ্মের ন্যায় হাজারো বীর পরাক্রমী শক্তিকে। 
 
তাই, স্তব্ধ হও পৈশাচিক আস্ফালনে উন্মত্ত পিশাচদল, 
   জেনে রেখো....
বর্তমান নারীশক্তির মূলাধারও, 
  সেই আমি। 
   
না,মৃত্যু নেই , 
মৃত্যু নেই আমার
   যুগে যুগে আবির্ভূতা মৃত্যুর ছায়াপথরূপী 
            অম্বা আমি , 
        
      আমিই দামিনী, 
            আমিই মৃত্যু, 
                 আমিই প্রগতি,
                    আমিই নারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much