০৭ ডিসেম্বর ২০২১

রেওয়ার বর্ষপূর্তি উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান

অজিতেশ মঞ্চে রেওয়ার সাংস্কৃতিক মেলবন্ধন



স্বপ্নসিঁড়ি : এক জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫ ডিসেম্বর সোমবার সোমবার দমদমের অজিতেশ মঞ্চে পালিত হল রেওয়ার বর্ষপূর্তি উৎসব। রেওয়ার কালচারাল প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী, কালচারাল সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী এবং সম্পাদক নির্মাল্য বিশ্বাসের সুচারু পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপহার দিল সাহিত্য- সংস্কৃতি- বিনোদনমূলক পত্রিকা রেওয়া। সাহিত্যের সাথে সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে রেওয়া। অনুষ্ঠানে ছিল তারই কিছু ঝলক। 



সাহিত্য জগতের প্রথিতযশা সাহিত্যিকদের পাশাপাশি সঙ্গীতজগতের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অমর মিত্র।



 এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অজিতেশ নাগ, কবি শ্রী সদ্যোজাত এবং পুরপিতা দেবরাজ চক্রবর্তী। নাচ, গান, কবিতাপাঠের পাশাপাশি ছিল গুণীজন সম্মাননা। 



সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেওয়া সারস্বত সম্মাননা পেলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নূপুরছন্দা ঘোষ। মানবসেবা ও জনসচেতনতা সম্মাননা পেলেন বিশিষ্ট সমাজসেবী ও মেন্টাল কাউন্সেলর দীপিকা তরফদার। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুধাশ্রী দত্ত পেলেন সাংস্কৃতিক মেলবন্ধন সম্মাননা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নূপুরছন্দা ঘোষের সঙ্গীত পরিবেশন। 


আমন্ত্রিত সঙ্গীতশিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ করেন দেবাদৃত চট্টোপাধ্যায়, রাখী সেন, সুবিদিতা বোস ও কাজল চৌধুরী। এছাড়াও সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মন জয় করে নেন মৌমিতা ধর, তিথি সেনগুপ্ত, শুক্লা ব্যানার্জী, মৌসুমী দাস, তপশ্রী চক্রবর্তী, নন্দিতা দত্ত, কাকলি সেনগুপ্ত, সোহম সেনগুপ্ত, সানন্দা কর চাকি।



অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রজ্ঞাবন্তী ব্যানার্জী ও শর্মিলি বিশ্বাস। যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন সৌরিপ্রভ ব্যানার্জী। কবিতাপাঠে ছিলেন পিয়ালী ঘোষ, নিখিলেন্দু চক্রবর্তী, সায়নী  ব্যানার্জী ও
সুমনা  মিশ্র। অনুষ্ঠানে বাচিকশিল্পী সম্মাননা পেলেন মৌতৃষা চৌধুরী, আবৃত্তিশিল্পী সম্মাননা পেলেন পূরবী রায় ও রাজশ্রী বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালক সম্মাননা পেলেন জয়া চৌধুরী ও পর্ণা গুপ্ত।



 কবি সম্মাননা পেলেন প্রদীপ গুপ্ত, তুষারকান্তি রায়, সানি সরকার, দেবব্রত সরকার, পবিত্র চক্রবর্তী, অঙ্কুর মজুমদার, শম্পা রায় বোস, অমৃতা রায় চৌধুরী। সুখময় সাহা পেলেন কবি ও সমাজসেবী সম্মাননা। রেওয়া পরিবার সম্মাননা পেলেন পার্থ রায়, পার্থ ঘোষ, শ্যামলী চ্যাটার্জী, পৌলমী দেব, রোজমেরী উইলসন, রাজকুমার ঘোষ, বনশ্রী চক্রবর্তী ও স্নেহাশিষ রায় চৌধুরী। রেওয়া আয়োজিত মিউজিক ফেস্টিভ্যালের পুরস্কার প্রদান করা হয় এদিন। 



পুরস্কার প্রাপকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম স্থানাধিকারী ডিজে এস আর এল এবং তৃতীয় স্থানাধিকারী পার্থপ্রতিম চক্রবর্তী ও ষষ্ঠ স্থানাধিকারী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। 




এছাড়াও বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন রেওয়ার সম্পাদকমন্ডলীর সদস্য কুন্তল দে, বাচিকশিল্পী মধুমিতা বসু ও চিত্রপরিচালক জয়দেব ঘোষ, দ্বারিক গ্র্যান্ড সন্স এর কর্ণধার সিদ্ধার্থ ঘোষ  প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much