২২ ডিসেম্বর ২০২১

কবি বিশ্বজিৎ মণ্ডল এর কবিতা





বিগ্রহ
বিশ্বজিৎ মণ্ডল


অনিচ্ছায় কতবার চলে গেছি, উপবনে....

তোলপাড় পাথরপরি জানিয়েছিল, আমাদের সংলাপ
ভুল স্বীকার করেই বলি,আদপে প্রেমিক নই
তোমার ডানার করতোয়া রং দেখে
ভুল মেপেছি____ভিক্টোরিয়া...

আসলে সতেরো বছর আগে হারিয়ে ফেলা সুগন্ধি 
রুমালের খোঁজে ,আজ আমি পাথর পাহারাওয়ালা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much