বিগ্রহ
বিশ্বজিৎ মণ্ডল
অনিচ্ছায় কতবার চলে গেছি, উপবনে....
তোলপাড় পাথরপরি জানিয়েছিল, আমাদের সংলাপ
ভুল স্বীকার করেই বলি,আদপে প্রেমিক নই
তোমার ডানার করতোয়া রং দেখে
ভুল মেপেছি____ভিক্টোরিয়া...
আসলে সতেরো বছর আগে হারিয়ে ফেলা সুগন্ধি
রুমালের খোঁজে ,আজ আমি পাথর পাহারাওয়ালা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much