নতুন দিনের প্রতীক্ষায়
সাঁঝের পাখি ফিরছে বাড়ি
সন্ধ্যা হয়ে এল,
সারাদিনের ক্লান্ত রবি
অস্তাচলে গেল--------
পথিকেরা ফিরছে ঘরে
ফিরছে পশুর পাল,
বাসায় ফিরে রাত কাটিয়ে
বেরোতে হবে কাল ,
উঠবে আবার নতুন সূর্য্য
আসবে নতুন দিন
জাগবে মনে আশার আলো
কেউ হবে না ক্ষীণ ।।
Very nice and thoughtful
উত্তরমুছুনKhub Sundor
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন