চাকর
চাকর শব্দটি শুনতে কেমন জানি লাগে? যারা অঢেল বিত্তশালী অনেকেই গর্ভবোধ করে বলেন, আমার বাড়ির কাজ কর্ম চাকর বাকররাই দেখবাল করে। চাকরের সাথে বাকরও সংযুক্ত হলো।
* আমি তখন প্রাইমারিতে পড়ি।
ঐ সময়টাতে বাবাকে চাকর নিয়ে প্রশ্ন করলাম। যে কাজ করে তাকে চাকর বলে কেনো ? বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। বাবাকে বললাম তুমি এভাবে
তাকিয়ে কেনো আমার দিকে ? কোন অন্যায় করিনিতো ? বাবা বললেন না তুমি কোন অন্যায় করোনি। আমি ভাবছি তোমার প্রশ্নটা নিয়ে। আমি বললাম ভাবার কি আছে। যারা কাজ করে তাদেরকে
কাজের লোক বলবে এখানে চাকর শব্দটি আসলো কোত্থেকে আবার অনেকে চাকরের সাথে বাকরও বলে।
বাবা হেসে বললেন আচ্ছা চাকরের ইংরেজি জানো ? আমি বললাম Servant. বাবা বললেন Thanks.
বৃটিশ যখন আমাদের শাসন করে তখন তাদের ফরমায়েশ পালন করার জন্য আমাদের দেশের তথাকথিত নিম্ন বর্নের লোকদের নিয়োগ দিতেন এবং তাদেরকে Servant বলতেন। তখনও servant এর বাংলা অর্থ ছিলো না।
বললাম তাহলে চাকর শব্দটি ? বাবা বললেন বলবার
সু্যোগ দেবেতো? আচ্ছা বলো বাবা, শোন ইংরেজদের
আমলে সামন্ত বাবুরা জমিদার ছিলেন তাদের ফরমায়েশ যারা করতো তাদের চাকর বলতো। বললাম কেন? বললেন তখন জমিদারদের যারা খাজনা দিতে আসতেন তাদেরকে চা আপ্যায়নের জন্য ফরমায়েশকারিকে লক্ষ করে বলতেন এই চা - কর ( চা তৈরী কর) তা থেকে ক্রমাগত চলে আসছে চাকর শব্দটি এবং বাংলা অভিধানেও সংযুক্ত হলো। এ যাবৎকাল পর্যন্ত চাকরের অন্য কোন সংজ্ঞা আমি পাইনি।
বন্ধুগন ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much