পরখ কর এ আমাকে
এখানে একটুখানি বস চোখের শার্শিতে
রাতের পল্লবী হৃদয় ছুঁয়েছে আমার শরীর
ওখানে হাত রাখ, ছুঁয়ে দেখ
তোমাকে পাবে
কত যতনে তোমাকে রেখেছি
শো-কেসে যেমন রাখে প্রিয় প্রসাধনগুলো
একটুখানি বসলেই পেয়ে যাবে বাসন্তিক চোখের শালুক,
তোমার চুলের তরঙ্গ নহর
আমার অতনু শরীর,
থরে থরে সাজানো
সুগন্ধি ভালবাসার পূর্ণ-পেয়ালা শিশির
শিশিরের ভাঁজে ভাঁজে
মুক্তা দানাদের আলোকিত জলমহল ।
একটুখানি হাত ধরো
অথবা যতটুকু তুমি চাও
ছুঁয়ে দেখ এ আমাকে
দেখ তুমি আছো এ হাতে,
হাতের তালু, তর্জনীতে
হৃদয়ে - হৃদয়ে
ছুঁয়ে দেখ
পরখ কর এ আমাকে
যতখানি তুমি চাও আমি তাই আছি কিনা।
এখানে একটুখানি বস
বৈষ্ণবী হাতে ছুঁয়ে দেখ বুকের চৌকাঠ
তোমার প্রতীক্ষায়
মন্জিলে মন্থিত চন্দ্রিমা নিলয় আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much