১৬ ডিসেম্বর ২০২১

শ্রী স্বপন দাস






মিষ্টি ডিসেম্বর

চির সুন্দর বর্ষ বিদায়ী হে ডিসেম্বর,
তোমার প্রতি রইল প্রীতি পূর্ণ শুভেচ্ছা,অভিনন্দন,ভক্তিভর।
ভাবিত মন চিন্তা শীল সারাক্ষণ,
কখন আসিবে উক্ত মধু সন্ধিক্ষণ।
শীতের চাদরে পরিপূর্ণ প্রকৃতি ও পরিবেশ,
শিশিরের কনা সবুজ ঘাসের চাদরে
জড়ানো,নতুন আবেশ।
শুভ্র তুষার বেষ্ঠিত শৈল শিখর,
রবির আভায় ঝলকিত রূপের বহর।

ক্রিস মাসের কেক বড় দিনের আনন্দ দোলা দেয় মনে,
কেহ যায় পাহাড়ে কেহ যায় জঙ্গলে
কেহ যায় নদীতে, ভ্রমণের টানে।
ভাল মন্দ সুখ দু:খ মিলিয়ে 
কেটে গেল পুরো একটি বছর,
কত ঘটনার সাক্ষী হয়ে রইল
বর্ষ বিদায়ী হে ডিসেম্বর।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much