কথা রাখিনি
মন কেনো ধায় পেছন পথে
চেনা মুখ খুঁজিবারে
বহুকাল আগে ভুলের পাথারে
হারায়ে ফেলেছি যারে__
চাঁদ জাগা রাতে কত অনুরাগে
দাড়ায়ে শিউলি তলে
ঝরা ফুলে গাঁথা সাজানো মালা
পড়িয়ে দিলো গলে __
মুখ খানা রেখে কাঁধের পড়ে
হাতটি রেখে হাতে
বলেছিলো সে ছেড়ে যাবেনা
চিরদিন রবে সাথে __
সে সুখের দিন হয়েছে বিলিন
নন্দিতা গিয়েছে চলে
একাকী আমার বিজন প্রহর
কাটে নয়নের জলে __
দুজনে দুজনায় কথা দিয়েছিনু
চিরকাল রবো সাথে
কিছু না বলে চলে গেলো সে
একাকী কেঁদেছি তাতে __
কথা দিয়ে মোরা কথা রাখিনি
নন্দিতা গিয়েছে চলে
আমিও একাকী বেঁচে রয়েছি
কথা রাখিনি বলে__
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much