১৫ ডিসেম্বর ২০২১

মোঃসেলিম মিয়া 






🇧🇩"১৬ ডিসেম্বর




পূর্ব বাংলা পশ্চিম বাংলা ভূখন্ড দুই নাম,
ভাষাগত জাতি বিভেদ পর্বতের সমান। 
চাকরি বাকরি উচ্চ আসন
সব কিছুতেই পেশির জোর। 
চাপিয়ে দিতে উর্দু ভাষা নিজের মত করে রুল!
শিল্প নীতি শ্রম নীতি সব কিছুতেই খুটির জোর, 
রাজনীতিতে বেজায় চাল 
ভোট ডাকাতির হুলুস্থুল! 
পূর্ব বাংলার উন্নয়নে 
সব কিছুতেই স্থবির রথ,
কথায় কথায় শোষণ পিড়ন 
রক্তে ভেজায় রাজপথ! 
স্বাধীনতার ডাক পেতে তাই
 শেখ মুজিবের উদ্ভব। 
বজ্রকন্ঠে দিলেন ডাক স্বাধীনতার মর্ম বাণী, 
ঝাঁপিয়ে পড়ে আপামর জনতা হটিয়ে দিলেন পাকবাহিনী। 
মুক্তি বাহিনী সম্মুখ যুদ্ধে গড়লেন প্রতিরোধ, 
পিছপা হয়নি জীবন দিয়ে নিয়েছেন প্রতিশোধ। 
বুকের মাঝে মাইন বেঁধে 
উড়িয়ে দিয়েছেন ট্যাংক,
পাক সেনার দল নতজানু 
গুটিয়ে নিয়েছে ভয়ে ঠ্যাং।
নয় মাস যুদ্ধ করে বিজয় যখন ঘরে,
মা বোনদের ইজ্জত বিলিন পাক-সেনাদের তরে।
ত্রিশ লক্ষ নিরীহ প্রাণ 
বুলেটে ক্ষত বিক্ষত!
তাজা রক্তে ভাসিয়ে পথ
হয়নি তবু অনুতপ্ত। 
পূর্ব বাংলা হয়েছে স্বাধীন পেয়েছি  স্বাতন্ত্র মানচিত্র। 
লাল সবুজের পতাকা এখন তরতরিয়ে উড়ে, 
১৬ডিসেম্বর বিজয়ের আনন্দ তাইতো ধ্বনিত প্রতি ঘরে!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much