উকুনের জ্বালা
আগের দিনে শিক্ষকরা
ছিলেন ভীষণ কড়া
শিক্ষকদের ভয়ে ছাত্রছাত্রীরা
করতো ভালো পড়া
স্কুলেপড়া নাহলে শিক্ষকরা
মারতো বেতের বাড়ি
কখনো আবার স্কুল থেকে
দিত বারকরি।
এখন শিক্ষকরা মারেনা বেত
দেয়না কান মুলে
ছাত্র ছাত্রীরা মোবাইল ঘেঁটে
পড়াযায় ভুলে।
শিক্ষক বলে তোরমাথায় কিস্যুনেই
ক্লাশথেকে দেবো বারকরে
ছাত্রিটি রেগে মাথা থেকে
উকুন দিলোছুরে।
ঝাঁকড়া চুল মাষ্টারের মাথায়
উকুন গিয়ে পরে
অনেক চেষ্টা করেও উকুন
পড়লনা ঝড়ে।
শিক্ষককের কথারভুলে
ঘটল এমন বিপদ
বাড়ির সবার মাথার মধ্যে
ঘুরছে এই আপদ।
অনেক চেষ্টা করেও উকুন
তবু নাপালাই
বাড়ি ভর্তিলোক জ্বলে মরছে
উকুনের জ্বলায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much