শাড়ি
আপনি শাড়ি পরেন না কেনো
শাড়িতে আপনাকে খুব মানাবে
আর যদি কপালে থাকে একটি লাল টিপ
আরও অনেক- অনেক...
বাকিটুকু আর বলতে পারলাম না হয়তো সে বুঝে নিয়েছে।
শাড়ি আমি সেদিনই পরবো
যেদিন আপনি থেকে তুমি হবো।
তারপর শুরু হয় আমার অপেক্ষা
ধানসিঁড়ির পাড়ে বসে বসে ভাবি
সেদিনের পর থেকে সে কেনো আসেনা ?
নিজেকে প্রবোধ দেই তার আসা না আসায় আমার কি যায় আসে?
কিন্তু ভাবনাটা মন থেকে তাড়াতে পারিনা
তার অপেক্ষায় থাকি।
নাহ্, এবার তাকে তুমি বলেই ডাকবো।
প্রতিক্ষার অবসান ঘটিয়ে সে এলো
পরনে ঢাকাই শাড়ি কপালে লাল টিপ।
এতোদিন কোথায় ছিলে ?
কতোদিন তোমার অপেক্ষায় ।
এই জন্যই আসিনি,
জানতাম আজ তুমি বলবে।
কষ্ট যে আমার হয়নি তা নয়
কষ্ট আমারও হয়েছে,
কিন্তু তোমার তুমি ডাকের জন্য
কষ্টটা সামলে নিয়েছি।
আকাশের নিচে ধানসিঁড়ি
ধরনীতে মুখোমুখি আমরা দুজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much