২৬ নভেম্বর ২০২১

শামরুজ জবা




ভুল প্রেম


কত প্রাণ দেখলাম এ ধরায়
 কত বিরহে, কত আনন্দে 
কত বসন্তে- বৈশাখে- বরষায়, 
সুখে- দুঃখে কত হাস্য- লাস্য উপমায়! 
এ এক আশ্চর্য  সম্পর্ক-
স্বপ্নে- গন্ধে অপরূপ মধুরিমায়।

প্রেমিক যে জন বেসেছে ভাল
দেখেছি দিনশেষে-
চোখে তার ঘন রাতের কালো
কখনো আবার বিপুলা অশ্রু রাশি রাশি, 
কখনো অকারণ জীবনের বলিদান;
আস্থা- অহম রুগ্ন- শীর্ণ পরবাসী-
কোন এক অচেনা মোহনায়
জানিনা এর শেষ কখন কোথায়।

কখনো অজান্তে-
ঋষিবর প্রেমিকের অবুঝ চোখের জলে 
আমার দুটি চোখ ভেসেছে ব্যথায়
জ্বলেছে বুনো আগুন কোমল বুকের তলে। 
ভেবেছি একা-- কোন সে মোহ মায়ায়
নিরন্তর ভাসা এই ভালবাসায়!

মাঝে মাঝে মনে হয়--
বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, 
বহু দিবসের সুখে- দুঃখে আঁকা
এই প্রেম প্রেম খেলার করি প্রতিবাদ;
আবার ভাবি গোপনে নিরালায়--
কেন মিছে এত ক্রোধ, এত দ্রোহ?
যার যা আছে থাক না তা থাক-
ধীর পায়ে নেমে আসা শুদ্ধতায়।

 আজ বলি আপনার মনে একা-
থেমে যাক ভুল প্রেম, ব্যথা- ক্রন্দন
সত্যালোকে ভরে থাক জীবন
 ছিঁড়ে যাক মরীচিকাময় মিছে বন্ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much